নিউজ ডেস্ক : বরখাস্তের উপর উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েও সাতক্ষীরা পৌর কার্যালয়ে ঢুকতে পারেননি মেয়র তাজকিন আহমেদ চিশতি। স্থগিতাদেশ নিয়ে বেলা ১১টার দিকে কার্যালয়ে গেলে তাকে বের করে দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ।
বরখাস্তকৃত মেয়রকে দাঁড়াতে দেননি পৌরসভার চত্বরেও। নাশকতা মামলায় কারাগারে থাকায় ৬ ফেব্রুয়ারী বিএনপি নেতা মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র কাজী ফিরোজ রশিদকে ভারপ্রাপ্ত মেয়র করে প্রজ্ঞাপন জারী করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, আমাকে দাঁড়াতে দেয়নি পৌরসভার চত্বরেও। আমি নাশকতা মামলায় কারাগারে থাকায় ৬ ফেব্রুয়ারী আমাকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র কাজী ফিরোজ রশিদকে ভারপ্রাপ্ত মেয়র করে প্রজ্ঞাপন জারী করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
গত ৯ ফেব্রুয়ারী কারাগার থেকে জামিনে মুক্ত হন তাজকিন। পরে ১৪ তারিখ উচ্চ আদালত তার বরখাস্তের আদেশ স্থগিত করে। আদালতের সেই আদেশের কপি নিয়ে পৌর কার্যালয়ে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি কার্যালয়ে, এমনকি আদালতের আদেশের কপিও গ্রহন করেনি পৌরসভার সচিব।
Related Post:
স্ত্রী-কন্যা হত্যার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে কনডেম সেলে বিশ বছর!