নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের (দুদকের মামলায় তারেক-জোবায়দা) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর এই মামলা করে দুদক। আসামীদের গ্রেফতার করা গেলো কি না এ সংক্রান্ত আগামী ৫ জানুয়ারী ২০২৩ সালে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা রহমান। শুনানী শেষে (দুদকের মামলায় তারেক-জোবায়দা) ২০১৭ সালে আবেদন খারিজ করে রায় দেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই বছর এবং সেটিও গত ১৩ এপ্রিল খারিজ করেন আপিল বিভাগ।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জায়েদা খাতুন বেসরকারীভাবে নির্বাচিত
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মো. আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম গাজীপুর সিটির বঙ্গতাজ অডিটরিয়ামে বৃহস্পতিবার রাতে এই ফল ঘোষণা করেন। নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহাম্মেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। Read more…
Related Post:
স্ত্রী-কন্যা হত্যার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে কনডেম সেলে বিশ বছর!