দুদকের মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

 

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর এই মামলা করে দুদক।

 

আসামীদের গ্রেফতার করা গেলো কি না এ সংক্রান্ত আগামী ৫ জানুয়ারী ২০২৩ সালে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

 

দুদকের এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা রহমান। শুনানী শেষে ২০১৭ সালে আবেদন খারিজ করে রায় দেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই বছর এবং সেটিও গত ১৩ এপ্রিল খারিজ করেন আপিল বিভাগ।