পুলিশের লাঠিচার্জে পণ্ড বিএনপির পদযাত্রা!

ফাইল ফটো

নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগ’সহ দশ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলায়-জেলায় পদযাত্রা করছে বিএনপি। পটুয়াখালীতে পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়েছে বিএনপির পদযাত্রা। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে নেতারা।

 

নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে বাগেরহাটে। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। ব্যানার ছিনিয়ে নেয়াসহ অন্তত ৪০ জন নেতাকর্মীকে আটকের দাবী করেছে বিএনপি।

 

ঝালকাঠিতে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পদযাত্রা হয়েছে জামালপুরে। নেতৃত্বে ছিলেন আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া অন্য জেলাগুলোতে কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অংশ নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Related Post:
আজ ডা. রাজা মিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী