বিবাহিত সুন্দরীদের প্রতিযোগিতা ’মিসেস ওয়ার্ল্ড‘ লাস ভেগাসে

বিনোদন ডেস্ক : বিবাহিত সুন্দরীদের নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’। প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত সুন্দরী অংশগ্রহন করছেন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

 

২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব নামের একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিলেন এই প্রতিযোগিতাটিতে। গত শনিবার শুরু হয়েছে প্রতিযোগিতার আয়োজন। চূড়ান্ত পর্বের আগে প্রস্তুতি হিসেবে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ চলছে এ পর্বে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে আগামী ১৭ই ডিসেম্বর।

 

‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’-এ অংশ নিতে গত শুক্রবার লাস ভেগাসে পৌঁছেছেন পিয়া বিপাশা। সেখান থেকে গণমাধ্যমকে তিনি জানান, ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। বিভিন্ন দেশের প্রতিযোগীদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয়ে জানতে পারছেন। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়াসহ বিভিন্ন দেশের বিবাহিত সুন্দরী নারীরা।

 

‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড। এবারের প্রতিযোগিতায় নিজের ব্যাপারে আশাবাদী পিয়া। এই প্রতিযোগিতায় অংশ নিতে অনেকদিন আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছেন। ওজন কমিয়েছেন প্রায় আট কেজি। প্রাতিযোগিতায় জিততে না পারলেও ভালো কিছু অভিজ্ঞতা সঙ্গী হবে বলে মনে করেন এই মডেল ও অভিনেত্রী