মালাইকার সঙ্গে নোরার তুলনা!

বিনোদন ডেস্ক : প্রথম থেকেই আলোচনায় রয়েছে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল খ্যাত বলিউড তারকা মালাইকা অরোরার নতুন শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। শোতে মালাইকা কখনো অর্জুন কাপুরের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন, কখনো নিজের বোনকে নিয়েই ঠাট্টা করেছেন।

 

তবে নতুন খবর হলো এবার এই শোতে মালাইকার মুখোমুখি হয়েছেন এসময়ের জনপ্রিয় ও আলোচিত ড্যান্সার নোরা ফাতেহি। দুই প্রজন্মের আলোচিত দুই নৃত্যশিল্পী একসাথে হওয়ার পর থেকেই সবাই মালাইকার সঙ্গে তুলনা করছেন নোরা ফাতেহির। তবে এ ব্যাপারে নোরা ফাতেহি জানান, মালাইকা বলিউডের স্বর্ণযুগের সময় যে কাজগুলো করেছেন, সেগুলো তিনি কোনো দিনই করতে পারবেন না।

 

নোরা ফাতেহি বলেন, আমরা সেই স্বর্ণযুগ নিয়ে সবসময়ই আলোচনা করি, কিন্তু আজকের সময় নিয়ে কখনোই আলোচনা করি না। তাই মালাইকার সঙ্গে আমার তুলনা শুধু মালাইকার জন্য নয়, আমার জন্যও অসম্মানজনক।

 

নোরা ফাতেহির কথায় সম্মতি প্রকাশ করে মালাইকা জানান, বিষয়টি তিনিও খেয়াল করেছেন। মালাইকা বলেন, যে শোতে তোমাকে ডাকা হয়, সেখানে আমাকেও ডেকে পাঠানো হয়। এটা আমাদের মধ্যে দ্বন্ধ লাগানোর চেষ্টা। তবে নোরা ফাতেহি’র মতে, তিনি কখনো মালাইকার রাস্তায় আসতে চাননি, তিনি সবসময়ই নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চেয়েছেন।