নিউজ ডেস্ক : মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ডি-টাইপ কলোনিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। ভবনগুলো বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই ভেঙে ফেলার সিদ্ধান্ত। তবে বাসিন্দাদের অভিযোগ, কোন প্রকার নোটিশ ছাড়াই হঠাৎ অভিযানে বিপাকে পড়েন কলোনির ২৮৮টি পরিবার।
কলোনির বাসিন্দাদের পক্ষের আইনজীবীর দাবি, এ সংক্রান্ত মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন; সেটি নিষ্পত্তি হওয়ার আগে এমন অভিযান আদালত অবমাননার শামিল। অনেক পরিবার আকস্মিক এই উচ্ছেদে হতবাক। এসময় মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ডি-টাইপ কলোনির বাসিন্দাদের অঝোরে কাদতে দেখা যায়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্র্যাটকে আদালতের নির্দেশনার ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি উত্তর না দিয়ে তা এড়িয়ে যান। এসময় হাইকোর্টে রিটকারী আইনজীবিকেও উপস্থিত থাকতে দেখা যায় এবং তিনি বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত নেয়াকে আদালত অবমাননার শামিল বলে আখ্যা দেন।