এতদিন শুধু সিনেমার পর্দায় বিশেষ পোশাক পরে নায়ক-খলনায়কদের অদৃশ্য হতে দেখা গেছে। কিন্তু এখন থেকে সিনেমায় নয়, বাস্তবেও অদৃশ্য হতে পারবে মানুষ!
ছোটবেলা লুকোচুরি খেলেননি এমন লোক পাওয়া দুষ্কর। মাঝে মাঝে হয়তো অনেকেরেই আবার মন চায় বাস্তবতা থেকে নিজেকে লুকিয়ে রাখতে। ভাবুন তো একবার বাস্তবে যদি এমন সুযোগ থাকত যে কোনো পোশাক পরলে আপনিও অদৃশ্য হয়ে যেতে পারছেন। এমনটা কি আসলেই সম্ভব? অসম্ভব মনে হলেও বাস্তবে এটি সম্ভব করেছে চীন।
ছদ্মবেশে অদৃশ্য হওয়ার কাপড় উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল, যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম। এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতোমধ্যে সফলও হয়েছে ব্রিটিশ সেনাবাহিনী।
অদৃশ্য হওয়ার জন্য এক ধরনের পোশাক আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। অন্য যে কোনো পোশাক থেকে এটিকে আলাদা করা যাবে না। তবে কোটটি পরলেই অদৃশ্য হওয়া যাবে। কেবল তাই নয়, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাও এ ব্যক্তিকে শনাক্ত করতে পারবে না। একরকম অদৃশ্য হয়ে যাবেন তিনি।
নতুন আবিষ্কার করা এ পোশাকটির নাম দেয়া হয়েছে ইনভিসডিফেন্স। এটি অনায়াসে ক্যামেরাকে ধোঁকা দিতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ পোশাক পরলে দিনের বেলা অদৃশ্য হওয়া যাবে। আবার রাতের বেলাও ইনফ্রায়েড ক্যামেরাকেও ফাঁকি দেয়া সম্ভব হবে। আবিষ্কারক দলে থাকা পিএইচডি ছাত্র ওয়েই হুই বলেন, গবেষকরা পোশাকটির সুস্পষ্ট ডিজাইন করতে অ্যালগরিদম ব্যবহার করেছেন। এটি কম্পিউটারের দৃষ্টিকে অক্ষম করতে পারে। এর দাম হতে পারে ৭০ মার্কিন ডলারের কাছাকাছি।