মরক্কোর জয়োল্লাসে ক্ষুব্ধ বেলজিয়াম সমর্থকরা; তুমুল সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ম্যাচের জয়োল্লাস রূপ নিলো সহিংসতায়। রোববার ২-০ গোলে মরক্কোর জয়ের পর; বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হয় সমর্থকদের উন্মাদনা। এসময় তারা ভাংচুর-অগ্নিসংযোগও।

 

পাল্টা জবাব দিতে নামে বেলজিয়ামের ফুটবল প্রেমীরাও। যা একপর্যায়ে গড়ায় সংঘাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাসেলসের স্পর্শকাতর জায়গাগুলোয় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আটক হন ডজন খানেক মানুষ।

 

১৯৮৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফুটবল আসরে জয় পেলো মরক্কো। ফিফা বিশ্বকাপ ফুটবলে পরাজিত করেছে শক্তিশালী বেলজিয়ামকে। তাই উচ্ছাসটা ছিল বাধভাঙ্গা। বেলজিয়ামে বসবাস করেন পাচ লাখ ত্রিশ হাজারের বেশী মরক্কোর অভিবাসী। মরক্কোর উচ্ছাসে ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বেলজিয়ামের জনগন, যা এক পর্যায়ে জাতিগত সংঘাতে রূপ নেয়।

 

ভাঙ্গচুর চালানো যানবাহনে এবং অগ্নিসংযোগ করা হয় দোকানপাটে। এপর্যন্ত মোট বারোজনকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ। স্পর্শকাতর স্থানগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।