বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা !

নিউজ ডেস্ক : কলকাতার নন্দিত ও বিখ্যাত চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি। টালিউডের অসংখ্য ব্যবসা সফল সিনেমা নির্মাণ করে ইতিমধ্যে ভক্তদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আর জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ের পর থেকে বাংলাদেশেও তাকে নিয়ে রীতিমত চর্চা হয় ।

 

এদিকে শত ব্যাস্ততার মাঝেও প্রায় কন্যা আইরাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় এ জুটিকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জানা গেল, মেয়েকে নিয়ে ব্যাংককে গেছেন মিথিলা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় আইরার একটি ভিডিও পোস্টও করেন এই অভিনেত্রী।

 

তবে ব্যাংককের এই ট্যুরে দেখা মেলেনি সৃজিত মুখোপাধ্যায়কে। এরপর দিন স্যোশালে সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সেখানে ভক্ত অনুরাগীরা নাকি বিচ্ছেদের আভাসও পাচ্ছেন।

 

এদিন জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবি। সৈকতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি।

 

ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

 

সৃজিতের ক্যাপশনের অর্থ দেখেই বোঝা যাচ্ছে, এই গান বিচ্ছেদের, এই গান দুঃখের। হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন পরিচালক। উদ্বিগ্ন তার ভক্তরা! কাকে বিদায় জানাচ্ছেন তিনি? মিথিলাকে নয় তো?

 

অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

 

মূলত প্রায় একই সময়ে এই দুই বিচ্ছেদের পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এরআগে শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টালিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তার।