নয়নতারার সৌন্দর্যে মুগ্ধ সবাই

নিউজ ডেস্ক : প্রায় দুই দশক ধরে দক্ষিণি সিনেমা ইনডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রেখেছেন নয়নতারা। বাণিজ্যিক ঘরানার সিনেমা থেকে শৈল্পিক ঘরানার সিনেমায় দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। সিনেমাতে তার চরিত্র যত ছোটই হোক না কেন ঠিকই নজর কেড়েছেন তিনি।

 

অর্জন করেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ উপাধি। গত ১৮ নভেম্বর ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বয়স ৩৮ এ পা রাখা এ অভিনেত্রী এখনও রয়েছেন সম্পূর্ণ ফিট। জানা গেছে, অন্য অভিনয় শিল্পীদের মতো নয়নতারাও নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন। অন্যান্য ব্যায়ামের সাথে তার রুটিনে অবশ্যই থাকে যোগ ব্যায়াম।

 

নিজের খাবার নিয়ে খুবই সচেতন নয়নতারা। কৃত্রিমভাবে প্রক্রিয়াজাত করা কোনো খাবার গ্রহন করেন না তিনি। এছাড়া সারা বছরই প্রচুর পরিমাণে ডাবের পানি পান করেন এই জনপ্রিয় অভিনেত্রী

 

কোনো বিশেষ সিনেমার প্রস্তুতির জন্যও আলাদা ধরনের ব্যায়াম করেন তিনি। ব্যায়ামের ধরাবাঁধা রুটিন থেকে কখনো কখনো নিজেকে ছুটি দিলেও ঘুমের ক্ষেত্রে কোনো ছাড় দেন না এই অভিনেত্রী। যত কাজই থাকুক, ঠিকই সময় বের করে নেন পর্যাপ্ত ঘুমের জন্য।

 

চলতি বছরের মাঝামাঝি সময়ে একজন পরিচালককে বিয়ে করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সারোগেজী পদ্বতি অবলম্বন করে হয়েছেন দুই যমজ সন্তানের মা।