নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই। তবে বহির্বিশ্বের আশা ও প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হবে।
আজ শুক্রবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাজাহান খান এসব কথা বলেন।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান আরো বলেন, নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ রয়েছে, সে সকল দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই নির্বাচন হবে। এখানে তত্ত্ববধায়ক সরকারের কোন সুযোগ নেই। সেটা সংবিধানে নেই, এমন-কি পৃথিবীর কোথায়ও নেই।
আমেরিকার ভিসানীতি প্রসঙ্গে শাজাহান খান বলেন, আমেরিকা যে ভিসানীতি জারী করেছে, এটার মধ্যে দিয়ে বিএনপির আশা গুঁড়ে বালি। আমেরিকার ভিসা না দেয়ার বিষয় শুধু সরকার বা আওয়ামী লীগের নয়, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে এই ভিসানীতির আওয়াত আসতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা !
কলকাতার নন্দিত ও বিখ্যাত চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি। টালিউডের অসংখ্য ব্যবসা সফল সিনেমা নির্মাণ করে ইতিমধ্যে ভক্তদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আর জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ের পর থেকে বাংলাদেশেও তাকে নিয়ে রীতিমত চর্চা হয় ।
এদিকে শত ব্যাস্ততার মাঝেও প্রায় কন্যা আইরাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় এ জুটিকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জানা গেল, মেয়েকে নিয়ে ব্যাংককে গেছেন মিথিলা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় আইরার একটি ভিডিও পোস্টও করেন এই অভিনেত্রী।
তবে ব্যাংককের এই ট্যুরে দেখা মেলেনি সৃজিত মুখোপাধ্যায়কে। এরপর দিন স্যোশালে সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সেখানে ভক্ত অনুরাগীরা নাকি বিচ্ছেদের আভাসও পাচ্ছেন।….
Related Post:
ঘরে মূর্তি : চরম কটাক্ষের মুখে শাহরুখ খান